নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল) প্রতিনিধিঃ যশোরের শার্শার নাভারনে বাস আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আলমসাধু চালক সিরাজুল ইসলাম (৩৫) আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের নাভারন কামার বাড়ী মোড় নামক স্থানে এ দুর্ঘটনাট ঘটে।সে শার্শার উলাশী ইউনিয়নের সম্বন্ধকাটি গ্রামের ইসমাইলে ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন,বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারন মুখি বাস নাভারন কামার বাড়ী মোড়ে নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি আলমসাধুর চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনা সামনি ধাক্কা দেয়। এতে সিরাজুল ইসলাম মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীয়রা তাদেরক উদ্ধার করে বুরুজ বাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com