কেএমপি’র অভিযানে চোলাই মদ, ইয়াবা ও গাঁজা সহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) চন্দন ঘোষ(৪৭), পিতা-নিমাই ঘোষ, সাং-কাশিয়াবাড়ী কালি মন্দির গলি ষ্টেশন রোড, থানা-খুলনা; ২) মোঃ আকবর হোসেন ওরফে পাপ্পু(৪৯), পিতা-মৃত: আনোয়ার হোসেন, সাং-কৃষ্ণনগর চরা, থানা-লবণচরা; ৩) মোঃ সেলিম হোসেন ওরফে স্বপন(৫৫), পিতা-মৃত: কৃষ্ণপদ সাহা, সাং-চাতুরী পারুলিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি সাং-দক্ষিণ কাশিপুর, থানা-খালিশপুর; ৪) মোঃ রোহান শেখ(২০), পিতা-মৃত: গোলম মোস্তফা ওরফে বাবুল শেখ, সাং-দক্ষিণ টুটপাড়া মহির বাড়ী ছোট খালপাড়, থানা-খুলনা; ৫) মোঃ চঞ্চল মল্লিক(২২), পিতা-মোঃ শাহাদত হোসেন মল্লিক, সাং-দক্ষিণ টুটপাড়া মওলা বাড়ীর মোড়, থানা-খুলনা; ৬) মোঃ মেহেদী হাসান হৃদয়(২০), পিতা-শেখ নজরুল ইসলাম, সাং-কালিগাতী, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, এ/পি সাং-টুটপাড়া আমতলা, থানা-খুলনা; ৭) মোঃ শিশির চৌধুরী(২০), পিতা-মোঃ বাবু চৌধুরী, সাং-দক্ষিণ টুটপাড়া মহির বাড়ী ছোট খালপাড়, থানা-খুলনা; ৮) নুর মোহাম্মাদ(৩৩), পিতা-মোঃ সালাম শেখ, সাং-মুকুল ভান্ডার নতুন মসজিদের সামনে, থানা-দৌলতপুর; ৯) মোঃ শামীম শেখ(৩১), পিতা-মোঃ খয়বার শেখ, সাং-দেয়ানা বাউন্ডারী রোড মুকুল ভান্ডার, থানা-দৌলতপুর এবং ১০) মোঃ ইমরান মোল্লা(২৪), পিতা-হান্নান মোল্লা, সাং-দাসের ভিটা, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের কে মহানগরীর বিভিন্নথানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৬৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ শাহ্জাহান শেখ ১১ অক্টোবর সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।