খুলনায় পুলিশের অভিযানে পিস্তল ও গুলি সহ গ্রেফতার ১
![](https://www.torrongonews.com/wp-content/uploads/2021/10/Pic-1-780x468.jpeg?v=1633947213)
![](https://www.torrongonews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : ১০ অক্টোবর রবিবার দুপুর ১ টা ৩৫ মিনিটে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টের সামনে খুলনা-যশোর মহাসড়কের উপর হতে আসামী ১) জনি সরকার(৩৫), পিতা-রোজ সরকার, সাং-মালগাজি সরকার বাড়ী, থানা-মংলা, জেলা-বাগেরহাট, এ/পি সাং-পূর্ব রাজাসন পুল মার্কেট, হোল্ডিং নং-১৪৫/১১, থানা-সাভার, জেলা-ঢাকা’কে ০১ (এক) টি সচল পিস্তল, ০১ (এক) টি ম্যাগজিন এবং ০৬ (ছয়) রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খানজাহান আলী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ শাহ্জাহান শেখ ১১ অক্টোবর সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।