দেশজুড়ে

শ্রীনগরে বিক্রমপুর জাদুঘরে দুর্লভ গাছের চারা রোপণ

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুরে বিক্রমপর জাদুঘর প্রাঙ্গণে বিভিন্ন জাতের দুর্লভ গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার সকালে অগ্রসর বিক্রমপুর ফান্ডেশনের উদ্যোগে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন তরুণ পল্লব এবং স্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাস্তবায়নে এই কর্মসূচির আওতায় স্বর্ণ চাঁপা, নাগমণি, জগডুমুর, কনক চাঁপা, শিউলী, সোনালু, জ্যাকারান্ডা, নাগলিঙ্গম, গর্জন, রক্তণ, নারিকেল, উদাল, আমড়া, ডেউয়া, সুপারীসহ বিভিন্ন জাতের ২ শতাধিক দুর্লভ গাছের চারা রোপণ করা হয়।

স্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এবং তরুণ পল্লবের সৌজন্যে বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বৃক্ষপ্রেমি মোকারম হোসেন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. আব্দুল মালেক ভূঁইয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক ঝর্না রহমান, কার্যকরী সদস্য মো. হানিফ বেপারী, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রীনগর শাখার সাধারণ সম্পাদক লেখক মুজিব রহমান প্রমুখ।

তরুণ পল্লবের সাধারণ সম্পাদক ও নিসর্গী মোকারম হোসেন বলেন, দেশে রঙিণ উদ্যান তৈরীতে কাজ করে যাচ্ছে তরুণ পল্লব। বিপন্ন ও দুর্লভ প্রজাতির গাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে বীজ ও চারা সংগ্রহ করে নিরাপদ স্থানে রোপণের ব্যবস্থা করছি। এরই ধারাবাহিকতায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত শ্রীনগরের বালাশুরে বিক্রমপুর জাদুঘর চত্বরে আমরা এসব গাছের চারা রোপণ করছি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button