শ্রীনগরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন


আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভাগ্যকুল বাজার মন্দির, হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন মন্দির, ভাগ্যকুল মালো পাড়া মন্দির, ভাগ্যকুল ওয়াপদা মন্দির, রাঢ়িখাল রামকৃষ্ণ মিশন মন্দির, ষোলঘর গুপ্তের নগর মন্দির, শ্রীনগর গাঁজাল হাঁটি মন্দির পরিদর্শনকালে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতির বিষয়ে খোঁজ খবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক, সাধারণ সম্পাদক অধীর দত্ত, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায় প্রমুখ।
ইউএনও প্রণব কুমার বলেন, নিবিঘেœ শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পর্যায়ক্রমে বাকি পূজা মন্দির ও মন্ডপগুলো পরিদর্শন করা হবে। জানা যায়, শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে এবছর ৭৭টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।



