চেয়ারম্যান প্রার্থী আ.লীগ নেতার জানাজায় মানুষের ঢল
মো নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম নূরুর (৫৭) জানাজায় মানুষের ঢল নামে।
শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত নুরুর জানাজায় স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদারসহ জনপ্রতিনিধি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও উপজেলা বিভিন্ন স্তরের মুসলমান অংশ গ্রহণ করেন।
নূরুল ইসলাম নূরু বৃহস্পতিবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার বাইশকাইল পূর্বপাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে। নগদাশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তিনি।
নুরুর ছোট ভাই গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙুর জানান, উপজেলার নগদাশিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি দীর্ঘদিন ধরে দিনরাত জনসেবা ও গণসংযোগ নিয়ে ব্যস্ত ছিলেন। নিজ অর্থায়নে রাস্তা-ঘাট সংস্কার, মসজিদ-মাদ্রাসায় অনুদান, মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী প্রদান, করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারে আর্থিক সাহায্য, মেধাবী শিক্ষার্থীদের নিজ খরচে লেখাপড়ার দায়িত্ব নেওয়াসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য সমাজসেবক হিসাবে বেশ সুনাম অর্জন করেছিলেন। বৃহস্পতিবার জোহর নামাজ আদায় করে গোপালপুর থানাব্রীজ সংলগ্ন একটি চা স্টলে লোকজনের সঙ্গে নির্বাচনী আলোচনা করেন তিনি। বিকাল ৪টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় একটি ক্লিনিকে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে টাঙ্গাইলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে স্থানান্তর করেন। সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ, উপজেলা পরিষদ, নগদাশিমলা ইউনিয়ন আওয়ামীলীগ, গোপালপুর শিল্প ও বণিক সমিতি শোক প্রকাশ করেছেন।