দেশজুড়ে

সদর মহলে আলো,অন্দর মহলে কালো হলে চলবে না: হাসানুল হক ইনু

সরকার অরুণ যদু, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন“আগে গ্রামের উন্নতি তারপর বাংলাদেশের। শুধু শহর গুলোতে উন্নতি হলে লাভ নেই। সদর মহলে আলো,অন্দর মহলে কালো। এভাবে হলে চলবে না’’

শুক্রবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরে হক ট্রেডার্স প্রাইভেট লিমিটেড ফিডস মিলস এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হক গবাদি পশু ও মৎস্য ফিসডস কারখানাটির ফিতা কেটে উদ্ধোধনী ঘোষনার পর তিনি আরো বলেন,“আামি বিশেষ ভাবে বলবো যে আগামি বাজেটে যেন ফিডস মিলস তৈরীর কারখানা গুলোকে অর্থনৈতিক প্রণোদনা বা সাহায্য দেয়া হয়,এব্যাপারে আমিও উৎসাহ দিবো যেন সরকার এগিয়ে আসে।”

হক ট্রেডার্স প্রাঃ লিমিডেট এর এমডি আলহাজ্ব শামসুল হকের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ওয়ায়দুর রহমান চিনু,আব্দুল্লাহিল কাইয়ুম,নঈমুল হাসান জুয়েল,সাংগঠনিক সম্পাদক কুমারেশ রায় প্রমূখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button