ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হুদার ইন্তেকাল


রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি ও ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ধামরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নাজমুল হুদা কোহিনুর শুক্রবার (৮ই অক্টোবর -২০২১) বিকেল ৫.৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালীন সময়ে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা,এক পুত্র,আত্নীয় স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তাহার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আশীষ কুমার মজুমদার ও ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষে থেকে এক যুক্ত বিবৃতিতে নাজমুল হুদা কোহিনুর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।