মায়ের জন্মদিনে মেয়ে সোহানা খানের শুভেচ্ছা বার্তা
আজ বলিউড বাদশা শাহরুখপত্নী গৌরী খানের জন্মদিন। এখন আর গৌরী খানের পরিচয় দেওয়ার জন্য শুধু শাহরুখ খানের নাম উল্লেখ করার খুব একটা প্রয়োজন হয় না। কেননা গৌরী নিজেই একজন সফল প্রযোজক। পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনার, কস্টিউম ডিজাইনার এবং ফ্যাশন ডিজাইনার হিসেবেও যথেষ্ট পরিচিতি রয়েছে তার।
মায়ের জন্মদিনে মেয়ে সোহানা খান তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান। বড় ভাই আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর মায়ের জন্মদিনে প্রথম পোস্ট করতে দেখা যায় শাহরুখ কন্যাকে।
নব্বয়ের দশকে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে গৌরীর ফোটোশুটের একটি রোমান্টিক ছবি শেয়ার করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুহানা। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা’। তার সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।
জন্মদিন নিয়ে এবার কোনো আমেজ নেই শাহরুখপত্নীর। কেননা মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছে শাহরুখপুত্র আরিয়ান খান। দু’দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার পর্যন্ত এনসিবির হেফাজতেই রয়েছেন আরিয়ানসহ বাকিরা। আজ এসপ্লানেড ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিনের আবেদনের শুনানি রয়েছে। মায়ের জন্মদিনে ছেলের জামিন হবে কি না, সেদিকেই এখন তাকিয়ে বাদশার অনুরাগীরা।
আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টকে গত শনিবারই ক্রুজ থেকে ৬ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছিল এনসিবি, এরপর আরিয়ানকে জেরা করে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে অর্চিতকে গ্রেপ্তার করে এনসিবি। তার কাছ থেকেও ২.৬ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।
গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে কর্ডেলিয়া নামের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টি চলাকালীন অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই গ্রেপ্তার করা হয়, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ ৮ জনকে। উদ্ধার করা হয় কোকেন, চরস, এমডিএমের মতো মাদক।