দেশজুড়ে

পর্ণ ভিডিও সংরক্ষণ ও সরবরাহের অপরাধে খুলনায় যুবক গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনায় পর্ণ ভিডিও সরবরাহের সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব – ৬ এর সদস্যরা । ৬ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টায় বয়রার আল ফারুক মোড়ের ১০নং ক্রস রোড়ের জান্নাতুল টেলিকম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ হাফিজুল ইসলাম (৩২)। সে আল ফারুক মাদ্রাসা রোডের জনৈক আমিনুল এর বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল জানতে পারে, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় এক ব্যক্তি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে পর্ণ ভিডিও সরবরাহ করছে। ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানাধীন বয়রা সাকিনস্থ আল ফারুক মোড়ে ১০নং ক্রস রোড়ের জান্নাতুল টেলিকমে অভিযান পরিচালনা করে।

এ সময় গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে পর্ণ ভিডিও সরবরাহের কাজে ব্যবহৃত একটি কম্পিউটার সেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাবের আভিযানিক দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় পর্ণোগ্রাফী আইনে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button