ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপলো ঢাকা-চট্রগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাত ১২টার পর এ কম্পন অনুভূত হয়। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, এ সময় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বাগেরহাটে ভূকম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মানদালায় থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘আমাদের এখানে সামান্য হয়েছে। এটি এখনও রিকটার স্কেলে আসেনি। তবে প্রধান উৎপত্তিস্থল মিয়ানমার। রাত ১২টা ২৮ মিনিটের দিকে অনুভূত হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬। চট্টগ্রাম এলাকায় ও কোস্টাল এরিয়াতে বোঝা গেছে। বড় ধরনের কোনো কম্পন অনুভূত হয়নি।’
তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে স্ট্যাটাস দিয়েছেন।তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এই ভূমিকম্পের প্রভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।