গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষনের সনদ বিতরণ ও আনন্দ র‌্যালি

0
92

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্ৰশিক্ষণ (পুরুষ ও মহিলা) ১ম ধাপ সমাপনী, সনদ বিতরণ ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে “শান্তি, সৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র, আমরা” এই শ্লোগানে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্ৰশিক্ষণ (পুরুষ ও মহিলা) ১ম ধাপ সমাপনী ও সনদ বিতরণ করা হয়।

নীলফামারী সদর উপজেলার আয়োজনে ২নং গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়নাল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে (পুরুষ ও মহিলা) ১ম ধাপের ৬৪ জনকে সনদ প্রদান করেন। ১০ দিনের এই প্ৰশিক্ষণ শেষে ৬৪ জনের মাঝে সনদ ও নগদ ১,০০০ টাকা করে দেওয়া হয়।

গত ২৬ সেপ্টেম্বর উক্ত প্ৰশিক্ষণ উদ্বোধন করেছেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, প্ৰশিক্ষণ সমন্বয়কারী হিসেবে ছিলেন ইউনিয়ন দলনেতা হাবিবুর রহমান, দলনেত্রী মনোয়ারা বেগম ও অংশগ্ৰহণকারী মহিলা প্ৰশিক্ষক ছিলেন আলপনা আক্তার মৌমিতা ও পুরুষ প্ৰশিক্ষক ছিলেন পারভেজ ইসলাম।