পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন, পথসভা,র‌্যালি ও স্মারক লিপি প্রদান

0
111

মামুনুর রহমান,পাবনা: করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত ব্যাংক ও এনজিও লোনের কিস্তি এবং সুদ আদায় বন্ধ,জাতীয় প্রণোদনা ও বিভিন্ন লোন সুবিধা চালু করণসহ পাঁচদফা বাস্তবায়নের দাবিতে ঈশ্বরদীতেমানববন্ধন, পথসভা,র‌্যালি ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী ডেকোরেটর সমিতির পক্ষথেকে রেলওয়ে গেইট ‘‘জিরো পয়েন্টে’’ ঘন্টাকাল ব্যাপিঅনুষ্ঠিত এসব কর্মসুচিতে বক্তব্য দেন, সমিতির সভাপতি খোরশেদআলম,সহসভাপতি জার্জিত ইসলাম, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, মজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু।

বক্তারা সারাদেশে ডেকোরেটর ব্যবসায়ীদের তিন’শ কোটি টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে বলেন,মানবেতর জীবন যাপনকারী অসহায় ডেকোরেটর মালিক ও পঁচিশ লক্ষ শ্রমিকদের ডেকোরেটর ব্যবসা চালু না হওয়া পর্যন্ত প্রধান মন্ত্রীর নিকট মাসিক ভিত্তিতে অনুদান প্রদানের আবেদন জানান।পরে তারা ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট স্মারক লিপি
প্রদান করেন।