কাজাখস্তানের সাবেক রাষ্ট্রপতির করোনা পজেটিভ

0
89

কাজাখস্তানের প্রথম রাষ্ট্রপতি নুরসুলতান নাজারবায়েভ কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। এর পর পরই তিনি আইসোলেশন বা বিচ্ছন্নকরণে রয়েছেন। খবর ইউরো নিউজ, সিনহুয়া ও বিবিসি’র।

দেশটির প্রথম রাষ্ট্রপতি তিন দশক দেশ শাসনের পর গেল বছরে দায়িত্ব থেকে অবসর নেন। ৭৯ বছর বয়সী নাজারবায়েভ ক্ষমতাধর রাষ্ট্রনেতা হিসেবে বিবেচিত হন। বর্তমানে তিনি দেশটির নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান।

তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই। তিনি আইসোলেশনে থেকেই দায়িত্ব পালন করবেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন নুরসুলতান নাজারযায়েভ।