শ্রীনগরে বাল্কহেডের ধাক্কা: সেতুর ক্ষতিপুরণ চেয়ে মামলা,আটক ২


আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া বাজার সংলগ্ন খালে জেলা পরিষদের নির্মিত সেতুর দুই পিলারের মাঝখানে আটকা পরা বাল্কহেডটি ৪ দিন পর উদ্ধার করা হয়েছে। সেতু ক্ষতিপুরণ চেয়ে বাল্কহেডের চালকসহ ৩ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার পুলিশ অভিযুক্ত বাল্কহেড চালক রবিউল ইসলাম (২৮) ও শ্রমিক মো. তানভিরকে (১৯) আটক করেছে। অপর আসামী শরিফুল ইসলাম (২৫) পলাতক আছে।
এলাকাবাসী জানায়, বালুভর্তি বাল্কহেডটি কয়েকদিন আগে সেতুর পিলারে ধাক্কা দিয়ে আটকা পরে। এ সময় বাল্কহেডের ধাক্কায় সেতুর ব্যাপক ক্ষতিসাধন হয়। খবর পেয়ে গত বুধবার রাতেই উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে বিষয়টি সেতু সংশ্লিষ্টদের আবহিত করেন। পর দিন বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের প্রকৌশলীরা ছুটে আসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ঘটনায় জেলা পরিষদের সার্বেয়ার মো. ইসমাঈল হোসেন সেতুর ২০ লাখ টাকা ক্ষতিপুরণ চেয়ে ৩ জনকে আসামী করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, বালু সরিয়ে বাল্কহেডটি উদ্ধার করা হয়েছে। সেতুর ক্ষতিপুরণ চেয়ে মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে শ্রীনগর থানান ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে। অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। বাল্কহেডটি জব্দ করা হয়েছে।