মুন্সীগঞ্জে ইয়াবাসহ আটক-১


আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাসুম মোল্লা (৪৫) নামে এক মাদক কারবারি আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। গতকাল ২৪ শে সেপ্টেম্বর শুক্রবার মুন্সীগঞ্জ সদর উপজেলার সুজানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তথ্য সুত্রে জানা যায়, শুক্রবার বিকাল পৌনে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর উপজেলার সুজানগর এলাকার কামাল উদ্দিন এর অটো গ্যারেজের সামনে থেকে মাসুম মোল্লাকে ২০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। উল্লেখ্য, আটক মাসুম মোল্লা টঙ্গীবাড়ি উপজেলার ধোপরাপাশা মোল্লা বাড়ী এলাকার মৃত হাফিজ উদ্দিন মোল্লা ছেলে। উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বে ০২ টি মাদক মামলা রয়েছে।