মোংলায় প্রায় দেড় যুগ পর যুবদলের নতুন কমিটি ঘোষণা


মোঃসোহেল, মোংলা প্রতিনিধি: দীর্ঘ প্রায় দেড় যুগ পর মোংলায় যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মোংলা পৌর ও উপজেলা যুবদলের নতুন আহবায়ক কমিটির ঘোষণা দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এতে মোংলা পৌর যুবদলের আহবায়ক করা হয়েছে মোঃ মাহমুদ রিয়াদকে। আর সদস্য সচিব হয়েছেন এম,এ কাশেম। আর যুবদলের উপজেলা আহবায়ক হয়েছেন মোঃ সাইফুল ইসলাম ও মোঃ সফরুল হায়দার সুজনকে করা হয়েছে সদস্য সচিব।
যুবদলের নতুন কমিটিতে দায়িত্ব পেয়ে এ সকল নেতৃবৃন্দরা সংগঠনটির নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে মোংলা পৌর ও উপজেলা যুবদলের নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, নতুন এ নেতৃত্ব আগামীতে সংগঠনের আদর্শ বুকে ধারণ করে দলকে আরো সুসংগঠিত করবে এটাই তাদের কাছে প্রত্যাশা করি।