দেশজুড়ে

শ্রীনগরে বৃক্ষপ্রেমী মোতালেব মৃধার ফলজ বাগান

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথপট্রির মরহুম আব্দুল আজিজ মৃধার পুত্র বৃক্ষপ্রেমী মো. মোতালেব মৃধা গড়ে তুলেছেন বিভিন্ন ফলজ বাগান। তার বাগানে রয়েছে কমলা, মালটা, জাম্বুরা, কাঁঠাল, আম, কলা, পেঁপেসহ বিভিন্ন ধরণের ফলজ গাছ। শখের বসে নিজস্ব জমিতে এসব মৌসুমী ফলের বাগান গড়ে তুলেন। ৫ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক বৃদ্ধ মোতালেব মৃধা বৃক্ষপ্রেমী হিসেবেও এলাকায় পরিচিত। এছাড়া মোতালেব মৃধা সরকারি তালিকাভুক্ত একজন কৃষক। সন্তানরা সবাই ইতালী প্রবাসী। বসতবাড়ি ছাড়াও ওই এলাকায় তার ৪টি বাগান বাড়ি রয়েছে। এসব বাগানে বিভিন্ন ফলজ গাছ রোপন করা তার এখন নেশায় পরিনত হয়েছে। সুযোগ পেলেই পছন্দের বিভিন্ন ফলজ, ওষুধি ও বনজ গাছগাছালির চারা রোপন করেন তিনি।

ফলের বাগানে গাছে থোকায় থোকায় কমলা

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাগ্যকুলের ৩নং ওয়ার্ডের জগন্নাথপট্রিতে একটি কমলা ও মালটার বাগান। বেশকিছু গাছে থোকায় থোকায় কমলা ও মালটা দেখতে পাওয়া যায়। বাগানের পরিচর্যা করছেন মোতালেব মৃধা। এ সময় তার সাথে আলাপ করে জানা যায়, শখের বসে দুই বছর পূর্বে প্রায় অর্ধশতাধিক ভাল জাতের কমলা ও মালটার চারা গাছ রোপন করেছেন। এ বছর প্রায় গাছেই ফল ধরেছে। এর আগে সিলেট ও নরসিংদী থেকে প্রায় ৩ শতাধিক ফলজ চারা গাছ আনেন তিনি। আত্মীয়-স্বজনকে দিয়ে নিজের নতুন বাড়ির ১৪ শতাংশ জায়গায় ৫০টি কমলা ও মালটার চারা গাছ রোপন করেন। এ সময় মোতালেব মৃধা তার বাগান বাড়ি ঘুরে দেখান। বিশাল বাগান বাড়িতে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। পুরো বাড়ি জুড়ে রয়েছে বিভিন্নজাতের ফল ও বনজ গাছগাছালি।

বাড়ির দক্ষিণ দিকে একটি পুকুরে করছেন বিভিন্ন প্রজাতির মাছ চাষ। লক্ষ্য করা যায়, পুকুরে কয়েকজন সাঁতার কাটছেন। এসময় এক যুবক জানায়, বাগান বাড়িতে মাঝে মধ্যেই বেড়াতে আসেন তারা। প্রায় সময়ই বন্ধুবান্ধব নিয়ে এই পুকুরের গোসল করতে আসি। মোতালেব মৃধা বলেন, এই বাগান বাড়ি ছাড়াও তার আরো কয়েকটি বাগান বাড়ি রয়েছে। এসব বাগানে নানা প্রকার ফলসহ বিভিন্ন জাতের বনজ গাছ রয়েছে। সময় পেলেই এসব বাগান ও গাছের পরিচর্যা করেন। এক আলাপচারিতায় বাণিজ্যিকভাবে ফলের বাগান করার ইচ্ছা পোষন করেন সমাজসেবক ও বৃক্ষপ্রেমী মোতালেব মৃধা।

এই বিভাগের আরও সংবাদ