দেশজুড়ে
ঘাটাইলে সাংবাদিকদের সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু’র মতবিনিময়


ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ মঙ্গলবার বিকেলে ঘাটাইল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কাজী আরজু সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে গণমানুষের কথা তুলে ধরার অনুরোধ জানান। তিনি ঘাটাইল প্রেসক্লাবকে একটি এলএডি টেলিভিশন উপহার দেন এবং প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সহ সভাপতি সায়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, বিষ্ণুপ্রিয় দ্বীপ, রেজাউল করিম রাজু এ বি এম আতিকুর রহমান, গোলাম মোস্তফা , প্রমূখ উপস্থিত ছিলেন।