দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে কীটনাশক পানে কিশোরের মৃত্যু

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা উচাখিলা ইউনিয়নের মরিচা চর গ্রামের এক স্কুল ছাত্র মোঃ সজিব(১৩) এর মৃত্যুতে থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে মোঃ সজিবের বাবা মোঃ হেলাল উদ্দিন(৪৫) বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত বা মঙ্গলবার সকালে যে কোন সময় সজিব কীটনাশক পান করে থাকতে পারে। পরে মঙ্গলবার সকালে বাড়ির সামনে রাস্তার পাশে পরে কাতরাতে থাকে। তখন পরিবারের লোকজন তাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওয়ানা হলে মাঝ রাস্তায় সজিব মৃত্যুবরন করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।