করোনা পজিটিভ নতুন রোগীর বাড়ি লক ডাউন ও পুরনো রোগীদের অবস্থা পরিদর্শন

0
34

রেজা আহাম্মেদ জয়ঃ কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বুধবার দিনব্যাপী করোনা পজিটিভ নতুন রোগীর বাড়ি লক ডাউন ও পুরনো রোগীদের অবস্থা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই রিপোর্টার আনিসুজ্জামান ডাবলু, ডিবিসি টেলিভিশন রিপোর্টার সাজ্জাদ হোসেন রানা। এসময় তাঁরা রোগীদের বিভিন্ন সমস্যার খোঁজ নেন এবং তাদের বিভিন্ন বিষয়ে অবগত করা হয়। তাছাড়া সাধারণ মানুষকে উদ্দেশ্য করে মাস্ক পরিধান এবং সরকারের নিয়ম কানুন গুলো কঠোর ভাবে মেনে চলতে বলেন।

কয়েকদিন আগে কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও কালের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তারিকুল ইসলাম তারেক করোনা পজিটিভ হয়, পরে পরিদর্শনকারী তার শারিরীক খোঁজ নিতে বাড়িতে যান। পরে শহরের বিভিন্ন করোনা পজেটিভ রোগীদের মাঝে সাহস যোগাতে ও সঠিক নিয়ম চলতে হবে এমন তাগিদে তাদের বাড়ি পরিদর্শন করেন। এছাড়াও নতুন করোনা আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হয়। সকলকে সতর্কতা অবলম্বন করে, নিয়ম মেনে চলতে হবে।

Author