দেশজুড়ে

নান্দাইলে ইয়াসমিন হত্যার প্রধান আসামী স্বামী গ্রেফতার

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল ইয়াসমিন হত্যার প্রধান আসামি তার স্বামী সাদ্দাম হোসেন কে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ইয়াসমিন আক্তার কে তার স্বামী শনিবার (১৮ই সেপ্টেম্বর) রাতে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে উপজেলার গাংগাইল ইউনিয়নের জোগের হাওড় নামক স্থানে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এলাকায় তার অবস্থান টের পেয়ে এলাকাবাসী মিলে সাদ্দাম হোসেনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর সাদ্দাম হোসেনের স্বীকারোক্তি মোতাবেক হত্যার ঘটনার ব্যবহৃত দেশীয় অস্ত্র রামদা পুলিশ উদ্ধার করেছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান আকন্দ জানান। উক্ত মামলার এজহারভূক্ত অন্য আসামীদের গ্রেফতার করার চেষ্ঠা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

এই বিভাগের আরও সংবাদ