সাতসকালেই করোনায় ৩ চিকিৎসকের মৃত্যুসংবাদ

0
105

জাতীয় দুর্যোগকালীন সময়ে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে করোনা আক্রান্ত মানুষকে সুস্থ করে তোলায় নিবেদিত হয়ে কাজ করছেন দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। আর সেই সেবা দিতে গিয়ে তাদের অনেকেই আক্রান্ত হচ্ছেন। কোভিড আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করতেও পিছপা হচ্ছেন না অনেক মানবদরদী চিকিৎসক।

চলতি জুন মাসের প্রথম ১৩ দিনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে ২১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। ১৭ জুন পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এর সঙ্গে আরও ৩ চিকিৎসকের মৃত্যু যুক্ত হলো। দেশে করোনা আক্রান্ত হয়ে আরও তিন চিকিৎসকের মৃত্যুসংবাদ পাওয়া গেছে। তাদের মধ্যে ১ জন চট্টগ্রামে এবং ১ জন ঢাকায় এবং অপরজন দিনাজপুরে।

বৃহস্পতিবার (১৮) সকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে দেশে এখন পর্যন্ত ৪১ চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রথম মারা যান সিলেট মেডিকেল কলেজ মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দীন আহমেদ। গত ১৫ এপ্রিল তিনি মারা গিয়েছিলেন।