দেশজুড়ে

উল্লাপাড়ায় শুভ উদ্বোধন হলো আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ‘ডিজিটাল বুথ’

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর ‘ডিজিটাল বুথ’র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার গোলাম আম্বিয়া আলম সুপার মার্কেটের ৩ তলায় উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ডিজিটাল বুথের উদ্বোধন করেন।

আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর ডিজিটাল বুথ উদ্বোধন অনুষ্ঠানে সমবেত গ্রাহক ও আমন্ত্রিত অতিথিগণের উদ্দেশ্যে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চট্রগ্রাম ষ্টক একচেঞ্জ এর প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মহিউদ্দিন (এফ,সি,এম,এ)। তিনি বলেন, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ডিজিটাল বুথ সাধারন মানুষের সঞ্চয় ও বিনিয়োগের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি শেয়ার সঞ্চয় ক্রয় করে বিনিয়োগ করতে পারেন। এটি সরকারের অনুমোদিত একটি শেয়ার বিনিয়োগ শাখা। এই কোম্পানি সারাদেশে ৬ টি শাখা অফিস সফলভাবে পরিচালনা করে আসছেন। আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন। সঞ্চয় আপনাদের – নিরাপত্তা আমাদের।

উদ্বোধন অনুষ্ঠান উল্লাপাড়ার সন্তান মোঃ মহসিন আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন হিরু, প্রধান শাখার ম্যানেজার আ ন ম নাজমুল হুদা, সহকর্মী মোঃ নিয়াজ উদ্দিন শাকিল, শাখা ম্যানেজার মোঃ কামরুজ্জামান কনক, মোঃ মোস্তাফিজুর রহমান, মোহন আলী, উল্লাপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ