দেশজুড়ে

রাজনৈতিক নেতাদের সঙ্গে অপরাজিতা শ্রীমঙ্গল প্রকল্প’র মতবিনিময়

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতা প্রকল্প এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলায় পরিষদের উপজেলার কৃষি অফিসের হলরুমে (পি আর আই পি ট্রাস্ট) অপরাজিতা প্রকল্প মৌলভীবাজার জেলা প্রধান সমন্বয়কারী মর্জিনা আক্তার এর উপস্থাপনায় ও শ্রীমঙ্গল উপজেলা প্রধান সমন্বয়কারী তামিনা পারভীন এর সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতালি দত্ত’র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য আতাউর রহমান কাজল, সংবাদ কর্মী ও মানবাধিকার কর্মী আমজাদ হোসেন বাচ্চু সহ উপস্থিত ছিলেন (পি আর আই পি ট্রাস্ট ) অপরাজিতা প্রকল্প এর শ্রীমঙ্গল ৯ টি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মন্ডলী প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ