কুষ্টিয়ায় কোভিট-১৯ টিকাদান সাময়িক বন্ধ

0
93

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় একযোগে সকল কেন্দ্রে করোনা টিকা দেওয়া বন্ধ করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ সংক্রান্ত একটি ঘোষণার স্ট্যাটাস ফেসবুকে দেয় জেলা সিভিল সার্জন অফিস।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় এ পর্যন্ত সিনোফার্মার প্রথম ডোজের টিকা নিয়েছে ১ লাখ ২৬ হাজার ৮৮৫ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৫৬ হাজার ২শ ৭৮জন। এস্ট্রোজেনেকা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ লাখ ১৯ হাজার ৮শ ৭৬জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৬৫ হাজার ২৫জন।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, বরাদ্দ পাওয়া টিকা এখনো এসে পৌঁছায়নি। রোববার (১২ সেপ্টেম্বর) ১ লাখ টিকা এসে পৌঁছানোর কথা ছিলো। টিকাবাহী গাড়ি না আসায় টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে টিকা পৌঁছালে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আবারও টিকা কার্যক্রম শুরু হবে।