জামালপুরে একদিনে আরও ২৬জন করোনায় আক্রান্ত

0
97

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে একদিনে আরও ২৬ জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ৩জন, মেলান্দহ ১০, মাদারগঞ্জ ৩জন এবং ইসলামপুর উপজেলার ১০জন। জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪৪২ জন।

এর মধ্যে সরিষাবাড়ী ৩৮, মেলান্দহ ৭৩, মাদারগঞ্জ ২৯, বকশীগঞ্জ ৪৭, দেওয়ানগঞ্জ ৩৩, ইসলামপুর ৮৪,জামালপু সদর ১৩৮জন। সর্বমোট সুস্থ ১৮৮ জন (৬ জন রেফার্ডকৃত সুস্থ সহ)। সর্বশেষ মৃত্যু ০, সর্বমোট মৃত্যু ৫ (চিকিৎসাধীন ২ জন – দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় ৩ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১)।
মোট রেফার্ড ৬ (ময়মনসিংহ ও ঢাকা)।

সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ০।
সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ১২৭।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ১২৭।
সর্বশেষ নমুনা সংগ্রহ ১৮৩, মোট নমুনা সংগ্রহ ৫০৩৫।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ১৭, ছাড়পত্র ১৩০।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২২৮, ছাড়পত্র ৫২।
মোট হোম কোয়ারান্টাইন ১৬৪৭, মোট ছাড়পত্র ১৪৫১, বর্তমানে মোট অবস্থান ১৯৬।