প্রাইভেট পড়ানোর অভিযোগে প্রাথমিক শিক্ষক নিয়ামুল নাছির মিন্টু ভূইয়াকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

0
88

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে প্রাইভেট পড়ানোর অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়ামুল নাছির মিন্টু ভূইয়াকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহম্মেদ অভিযান চালিয়ে উপজেলা পরিষদ চত্বর বাসায় প্রাইভেট পড়ানোর সময় হাতে-নাতে এ শিক্ষককে আটক করে অর্থদন্ড করেন।

জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া আব্দুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নিয়ামুল নাছির মিন্টু ভূইয়া দায়ীত্ব পালন করে আসছেন। নিয়ামুল নাছির মিন্টু ভূইয়া সরকারে নীতিমালা উপেক্ষা করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হয়াই দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে তার নিজ বাসায় প্রাইভেটের নামে কোচিং ব্যবসা চালিয়ে আসছেন।

এই অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহম্মেদ ওই শিক্ষককের বাসায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মেনে প্রাইভেট পড়ানোর অবস্থায় তাকে আটক করেন। পরে নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহম্মেদ তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে শিক্ষক নিয়ামুল নাছির মিন্টু ভূইয়াকে ৮ হাজার টাকা অর্থদন্ড করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহম্মেদ জানান,সরকারী প্রজ্ঞাপণ না মেনে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষক নিয়ামুল নাছির মিন্টু ভূইয়াকে করোনা সংক্রমণ রোধ আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।