দেশজুড়ে

নাগরপুরে স্কুল ছাত্রের উপর দুর্বৃত্তের হামলা

কেএম সুজন, নাগরপুর (টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে এক স্কুল ছাত্রের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে উপজেলার দপ্তিয়র ইউনিয়নে।হামলার ঘটনায় আহত মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ ইমান উদ্দিন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে হামলার শিকার ইমান সাংবাদিকদের জানান,আমি ২০২১ সালের এসএসএসি পরীক্ষার্থী।গত শুক্রবার(৩ সেপ্টেম্বর), বিকাল আনুমানিক ৫ টার সময় পূর্ব শত্রুতার জেরে বিবাদি হামিদ শিকদার,সাদ্দাম শিকদার,মোঃ সাকিব,সুমন হোসেন গং আমার উপর হামলা করে রক্তাক্ত জখম করে।এছাড়া বিবাদীরা আমার কাছ থেকে ৫০০০ টাকা জোর করে নিয়ে যায়।বর্তমানে ইমান দৌলতপুর হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে আছেন।

এ হামলার ঘটনায় ইমানের পিতা মোঃ ইউসুফ আলী বাদি হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান জানান,ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button