দেশজুড়ে
মাগুরায় চাঁদের হাট প্রকল্পের উদ্যোক্তা আর নেই


মতিন রহমান, মাগুরা : মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের তরুণ উদ্যোক্তা চাঁদের হাট প্রকল্পের মালিক মনিবুর রহমান শুভ মা মোছাঃ নাসিমা খাতুন (৫৮) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে তিনি দীর্ঘদিন ডায়াবেটিস সহ অন্যান্য রোগে ভুগছিলেন। তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মৃত্যুকালে নাসিমা খাতুন তাঁর স্বামী,’ এক ছেলে, এক মেয়ে সন্তান রেখে গেছেন। মায়ের মৃত্যুতে সকলের নিকট দোয়া চেয়েছেন মনিবুর রহমান শুভ।