৫৪৪ দিন পর বাজল স্কুলের ঘন্টা, উচ্ছ্বসিত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা
মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: মহামারী করোনায় লকডাউনের পর দীর্ঘ প্রায় ১৮ মাস পর বাজল স্কুলের ঘন্টা। ঝিনাইদহ কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে পাঠদান।
রোববার সকাল থেকেই স্কুলের প্রধান ফটকে শিক্ষার্থীদের শরীরে তাপমাত্রা নির্ণয়, হ্যান্ড স্যানিটাইজার প্রদাণ শেষে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
কালীগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, প্রথম দিনে ১০ম, এসএসসি পরীক্ষার্থী, ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। স্বাস্থবিধি মেনে একটি বেঞ্চে ২ জন শিক্ষার্থীকে বসানো হচ্ছে। এছাড়াও স্কুলের প্রধান গেইটে তাপমাত্রা মাপা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনেই স্কুলের পাঠদান করানো হচ্ছে।
স্কুল চালু করার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। কয়েকদিন ধরেই পরিস্কার পরিচ্ছন্ন করা হয় ক্লাসরুমসহ বিদ্যালয়ের বিভিন্ন জায়গা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনেই পাঠদান করানো হবে। এদিকে দীর্ঘদিন পর স্কুলে আসতে ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা বলেন, অনেক দিন পর আমার প্রিয় প্রতিষ্ঠানে আসতে পেরে অনেক আনন্দ লাগছে। বন্ধুদের সাথে দেখা হচ্ছে। স্যারদের সাখে দেখা হচ্ছে। খুবই ভালো লাগছে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান শুরুর হওয়ার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন স্কুলের শিক্ষার্থীদের হাতে ফুল তুলেদেন সাথে শুভেচ্ছা বিনিময়ের করেন। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস করবে, প্রত্যেকে মাস্ক পরিধান করবে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নির্দেশনা দেন। শিক্ষার্থীদের শত ভাগ উপস্থিত দেখে অনেক খুশি হন।