দেশজুড়ে
নওগাঁয় নদীতে গোসল করতে নেমে স্বামী স্ত্রী নিখোঁজ
মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে পারভেজ হোসেন (২২) ও মিমি আকতার সোমা (১৮) নামে দুইজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ দুইজন সম্পর্কে স্বামী স্ত্রী।
রবিবার (১২সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আত্রাইনদীর রামচন্দ্রপুর ঘাটে এ ঘটনা ঘটে।নিখোঁজ স্বামী স্ত্রীকে উদ্ধারে মহাদেবপুর এবং মান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, শনিবার (১১সেপ্টেম্বর) রামচন্দ্রপুর গ্রামের জুয়েল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন পারভেজ ও তার স্ত্রী মিমি। রবিবার সকালে তারা দুইজন আত্রাই নদীতে গোসল করতে যান। এরপর থেকেই দুইজন নিখোঁজ রয়েছেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।