দেশজুড়ে

নওগাঁয় নদীতে গোসল করতে নেমে স্বামী স্ত্রী নিখোঁজ

মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে পারভেজ হোসেন (২২) ও মিমি আকতার সোমা (১৮) নামে দুইজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ দুইজন সম্পর্কে স্বামী স্ত্রী।

রবিবার (১২সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আত্রাইনদীর রামচন্দ্রপুর ঘাটে এ ঘটনা ঘটে।নিখোঁজ স্বামী স্ত্রীকে উদ্ধারে মহাদেবপুর এবং মান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, শনিবার (১১সেপ্টেম্বর) রামচন্দ্রপুর গ্রামের জুয়েল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন পারভেজ ও তার স্ত্রী মিমি। রবিবার সকালে তারা দুইজন আত্রাই নদীতে গোসল করতে যান। এরপর থেকেই দুইজন নিখোঁজ রয়েছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button