বীরগঞ্জে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প উদ্বোধন
রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি– দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন ও বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার স্বত্ত্বাধিকারী ডা. ডি সি রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার বৃষ্টি, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
এর আগে মরিচা ইউনিয়নে দারুস্ সুন্নাহ্ ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করেন এমপি গোপাল।