গোপালপুরে সরকারি নির্দেশনা মেনে স্কুল ও কলেজে ক্লাস শুরু, মুখরিত ক্যাম্পাস
মো নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিশ্বে করোনার ভয়াল থাবার কবল হতে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান গত ১৭ মার্চ ২০২০ হতে বন্ধ ঘোষণা করা হয়। অনিশ্চিত হয়ে যায় পৃথিবীর সবার সাভাবিক জীবন। ধীরে ধীরে করোনার পরিস্থিতি অবনতি হওয়ায় কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ১৮ মাস বন্ধ ছিল
আজ ১২ সেপ্টেম্বর থেকে আবার শুরু হলো স্কুলের পড়াশোনা।
ছাত্র-ছাত্রীদের আগমনে মুখরিত স্কুলের ক্যাম্পাস। টাঙ্গাইলের গোপালপুরে সুতি ভি এম পাইলট মডেল
সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি নির্দেশনা মেনে হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্র দিয়ে ছাত্র-ছাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করে ও মাস্ক পরিধান করে স্কুলে প্রবেশ করানো হয়।
সুতি ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম জানান আমরা সরকারি নির্দেশনা মেনে পরিচালনা করছি, আমাদের স্কুলে ছাত্র-ছাত্রীর উপস্থিতি ৭৫% শতাংশ আশা করি খুব শীঘ্রই সকল ছাত্র-ছাত্রী ক্লাসে উপস্থিত হবে।
গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ নাজনীন সুলতানা জানান বেশকিছু স্কুল প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সবকয়টি মধ্যেই আশানুরূপ অনেক অনেক ভালো পেয়েছি।