হাতীবান্ধায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করলেন অধ্যক্ষ


পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রায় ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর খোলায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছেন কলেজের অধ্যক্ষ ধনঞ্জয় কুমার রায়।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বোর্ডেরহাট আর্সিয়া টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এ বরণ করা হয়। এসময় ওই কলেজের সকল শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
দীর্ঘদিন পর কলেজ খোলার অনুভূতি প্রকাশ করে কলেজের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বলেন, কলেজে নতুনভাবে প্রবেশ করতে পেরে সত্যিই ভালো লাগছে। করোনা সংক্রমণ ঠেকাতে আমি নিজেও স্বাস্থ্যবিধি মেনে চলছি, বন্ধুদের মেনে চলতে উৎসাহিত করছি।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানুর রহমান বলেন, দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের মাঝে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পুরন করতে আর্সিয়া টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কর্তৃপক্ষ সবসময় কাজ করবে।
ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার ঘাটতি পুষিয়ে নিতে সরকারি সিদ্ধান্তের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ সংক্ষিপ্ত সাজেশনের মাধ্যমে পরিক্ষা গ্রহণের পরিকল্পনা করছে।
ওই কলেজের অধ্যক্ষ ধনঞ্জয় কুমার রায় বিপুল বলেন, দীর্ঘদিন পর হলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থীরা আবারও কলেজমুখি হবে। পার্শ্ববর্তী দেশ ভারতের সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সাহস না করলেও বাংলাদেশের সরকার তা করে দেখিয়েছে। প্রতিষ্ঠান খুলে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক সাজ-সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে সরকারের নজরদারি করা প্রয়োজন।
কলেজের প্রথমদিনে এসব আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক মানবেন্দ্র কুমার দেবনাথ, নলিনী কান্ত রায়, রঘু নন্দন রায়, পবিত্র কুমার রায়, শীবসঙ্কর রায়, অনন্ত কুমার রায়, ভূপতি রঞ্জন রায় প্রমুখ।
হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ স্কুল কলেজ খুলেছে, শিক্ষার্থীরা আবারও স্কুলমুখী হবে, সরকারে দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে এটাই কামনা করছি।
প্রসঙ্গত, দীর্ঘ ১৮ মাস পর রোববার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে একযোগে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।