দেশজুড়ে
লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১২ফুট লম্বা অজগর অবমুক্ত


কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর মাঝরগাও থেকে উদ্ধার করা ১২ ফুট লম্বা ও ১৬ কেজি ওজনের অজগর সাপটি রবিবার (১২ই সেপ্টেম্বর) দুপুর ১টায় লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানে অবমুক্ত করা হয়। অবমুক্ত করেন বিট কমকর্তা আনুসুজ্জামান, ফরেস্ট গাড ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল।
এ সময় স্বপন দেব সজল আমাদের বলেন, আমাদের সবার উচিত এই সব বন্য প্রাণীদের না মেরে ফেলা। তাদেরকে না মেরে আমাদের সাথে যোগাযোগ করলে আমারা আমাদের সাধ্য মত উদ্ধার করে প্রকৃতির মাঝে অবমুক্ত করে দিব। এতে করে আমাদের জীববৈচিত্র্যের মাঝে কোন প্রকারের সমস্যা সৃষ্টি হবে না বরং আমাদের ইকো সিস্টেম সুন্দর ভাবে থাকবে।