দেশজুড়ে
শ্রীনগরে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দিনব্যাপী উপজেলার শ্রীনগর বাজার, বালাশুর বাজার ও হাঁসাড়া বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফা খান।
এ সময় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬’র বিভিন্ন ধারায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে আইন অমান্য করার অপরাধে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফিফা খান। এ সময় শ্রীনগর থানার এএসআই আমিনুরসহ থানা পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।