উল্লাপাড়ায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


উল্লাপাড়া (সিরাজগজ্ঞ) প্রতিনিধিঃ উল্লাপাড়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার রাত আনুমানিক ২ টার দিকে পৌর শহরের শ্রীকোলা বাসটার্মিনালের যাত্রী ছাউনির নিকট থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হলো উল্লাপাড়া পৌরসভার উল্লাপাড়া মহল্লার হায়দার আলীর ছেলে আব্দুল মজিদ (২৭) ও উল্লাপাড়া সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে রিপন মাহমুদ (২৫)।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক আব্দুল আজিজ মন্ডল জানান, উরøাপাড়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শুক্রবার রাত ২ টার দিকে পৌরশহরের শ্রীকোলা বাসষ্ট্যান্ডের যাত্রী ছাউনির নিকট থেকে ২০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



