ধামরাইয়ে “যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের সার্বিক উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত
রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর ভূবণ মোহন (বিএম) স্কুল এন্ড কলেজের সার্বিক উন্নয়ন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর -২০২১) যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজ মাঠে যাদবপুর ভূবণ মোহন ( বিএম) স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি ও কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে এ’মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর বেগম আনোয়ারা স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সেলিম, ঢাকা জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শ্রী আশীষ কুমার মজুমদার,ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা সজাগ এর নির্বাহী পরিচালক আব্দুল মতিন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, যাদবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী এছাক সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ’সময় উপস্থিত ছিলেন।