দেশজুড়ে

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এদের একজন হল নগরীর সাহেবের কবরখানা সিমেট্টি রোডের গৌতম হাজরার ছেলে সৌরভ হাজরা ও তার বন্ধু শুভ কর্মকার।

নিহত সৌরভ হাজরার বড় ভাই সবুজ হাজরা জানান, বৃহস্পতিবার রাত ১২ টায় তারা দু’জন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। রাত পৌনে একটার দিকে সোনাডাঙ্গা থানা থেকে ফোন করা হয় তার ভাই দুর্ঘটনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে গিয়ে সবুজ জানতে পারেন তার ভাই ও ভাইয়ের বন্ধু মারা গেছে। তার ভাই সৌরভ ঠিকাদারী ব্যবসা ও তার বন্ধু শুভ সোনার দোকানের কর্মকার ছিলেন।

অপরদিকে সোনাডাঙ্গা থানার এসআই বিপ্লব জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাদ দিয়ে তিনি জানান, মোটরসাইকেলটি খুব দ্রুত গতিতে ছুটছিল। আলীর ক্লাব সংলগ্ন একটি পাম্পের দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে দু’জন পড়ে গিয়ে ড্রেনের স্লাবের সাথে মাথায় আঘাত লাগে। এরপর তারা দু’জনই জ্ঞান হারিয়ে ফেলেন।

স্থানীয়দের সহায়তায় তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে জানতে পারলাম তারা দু’জনই মারা গেছেন। কারও মাথায় হেলমেট ছিল না বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button