বিরামপুরে রাস্তা ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বিরামপুরে শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্টেশন রাস্তার কাজের উদ্বোধন এবং মহাসড়কের ডিভাইডারের মাঝে ফুলের চারা রোপনের মাধ্যমে শহরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেছেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
সকালে পৌর শহরের সুধিরের মোড় থেকে ডাকবাংলা হয়ে রেল স্টেশন পর্যন্ত পৌরসভার অর্থায়নে ২২ লাখ টাকা ব্যয়ে পাকা রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এরপর শহরের মহাসড়কের উপর ডিভাইডারের মাঝে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপনের মাধ্যমে শহরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়।
এসব উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এসময় তার সাথে ছিলেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলী। পরে বিরামপুর বারোয়ারী কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দিলীপ কুমার কুন্ডুর সভাপতিত্বে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।
এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউক ইসলাম , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কন্ডু,নাড়– গোপাল কুন্ডু, পূজা উদযাপন কমিনিটির সভাপতি শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, উপজেলার সাত ইউনিয়ন পুজা কমিটির সভাপতিগণ।