দেশজুড়ে

শাহজাদপুরের গালা ইউনিয়নে স্বপন এম,পি’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাহিদ হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জ – ৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য ও গণ মানুষের নেতা মরহুম হাসিবুর রহমান স্বপনের স্মরণে ৫ নং গালা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বুধবার সকালে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জাকির হোসেন।

প্রধান বক্তা ছিলেন ৫ নং গালা ইউনিয়ন আওয়ামী লীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি গাজী আঃ ফজলুল হক, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ তারা, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তালেব,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ মেম্বর, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য এরশাদ আলী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান শিখন, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই সরকার প্রমুখ।

সভায় হাসিবুর রহমান স্বপনের উন্নয়ন কর্ম কান্ড ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। পরে মরহুম স্বপন এম,পি’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button