দেশজুড়ে
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মিনার আল ফালাক, সাহায্যের আবেদন


ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ শ্রীপতিপুর গ্রামের মোঃ আহাদুল ইসলাম (ফারুক) এর একমাত্র পুত্র মিনার আল ফালাক,বয়স(সাড়ে ৭মাস) এর হার্ডের সিদ্র সহ ৪টি দুঃরাগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
অসহায় পিতার পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছেনা। তাই তার পিতা সমাজের বৃত্তবান লোকদের কাছে সাহায্যের আবেদন করছে।
সাহায্যে পাঠানোর ঠিকানা
সোনালী ব্যাংক লিঃ
মহিমাগঞ্জ শাখা, গাইবান্ধা।
একাউন্ট নং-৫১১১০০১০১৩৩৪৯
বিকাশ: ০১৭৬২-৭৬৪০০১
নগদঃ ০১৭৭৮-০৭৭৬৬৪