দেশজুড়ে

বিরামপুর প্রেসক্লাব সভাপতির জানাজা সম্পন্ন

. এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রেসক্লাব সভাপতির জানাযা সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়। জানা যায়,তিনি ৭ ই (সেপ্টেম্বর মঙ্গলবার) বিরামপুর উপজেলার বিজয় টিভির সংবাদদাতা ও বিরামপুর প্রেসক্লাব সভাপতি শাহিনুর আলম শাহীন সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়।

জানা যায় যে,গত ৭ দিন পূর্বে মোটরসাইকেল যোগে দিনাজপুরে যাওয়ার পথে বিরামপুর- ফুলবাড়ী মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়কে বাইসাইকেল কে সাইড দিতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় গুরুতর জখম হয়। তিনি গুরুতর অবস্থায় প্রথমে তাকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরে রংপুর একটি ক্লিনিকে অতঃপর ঢাকার একটি হাসপাতালে সাতদিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

তার অকাল মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দিনাজপুর ৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক,বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু পৌর মেয়র আক্কাস আলী,বিরামপুর উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সাদিক,ওসি সুমন কুমার মহন্ত,বিরামপুর প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম,বিরামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আজ ৭ই সেপ্টেম্বর বাদ জোহর তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় স্হানীয় শুভানুধ্যায়ী সহকর্মী সহ হাজার মানুষের ঢলে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে তাকে না ফেরার দেশ কবরে সমাধি করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button