ঈশ্বরদীতে স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভীড়

0
79

মামুনুর রহমান,পাবনা : ঈশ্বরদীতে মানুষের মধ্যে ক্রমেই করোনা টিকা(ভ্যাকসিন) নেওয়ার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বুধবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নারী পুরুষ মিলে ১২’শ৫০ জনকে টিকা দেওয়া হয়। চরম অব্যবস্থাপনার মধ্যে স্বল্প সংখ্যক স্টাফ দিয়ে টিকা কার্যক্রম শুরু করায় সকাল সাতটা থেকে লাইনে দাঁড়ানো টিকা প্রার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

ইসলামী ব্যাংকের এক স্টাফসহ কয়েকজন নারী পুরুষ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন,গত ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকার দেওয়ার তারিখ নির্ধারণ করা হলেও অনেক দুরুদুরান্ত থেকে আসা অসুস্থসহ নানা বয়সী মানুষকে ফিরে যেতে হয়েছে। টিকা দেওয়া বন্ধ থাকবে মর্মে স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে কোন প্রকার মাইকিং,সামাজিক যোগাযোগ মাধ্যম বা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে না জানানোর কারণে মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খানম সাংবাদিকদের জানান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে টিকা দেওয়া হয় বলে স্বাস্থ্য কেন্দ্রে ৭ সেপ্টেম্বর টিকা দেওয়া বন্ধ রাখা হয়।