কমলনগরে করোনা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শাহদাত সুমন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপি করোনা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণের ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি (জাইকা) সহযোগিতায় এতে অংশ গ্রহণ করেন শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সুশীল সমাজও গ্রাম্য ডাক্তারগন।
৮ সেপ্টেম্বর ৩য় দিনে প্রশিক্ষণ প্রদান করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ আকিল আল ইসলাম, ডাঃ সাকিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক এ আই তারেক, মোঃ ফয়েজ মাহমুদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের সচিব, স্বাস্থ্যকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।