ইন্টারনেট ছাড়াই গুগল ড্রাইভ ব্যবহারের সুবিধা

0
95

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের একটি সেবা হলো গুগল ড্রাইভ। ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্মগুলোর মধ্যে গুগল ড্রাইভ খুবই জনপ্রিয়। এটি ব্যবহার করে সহজে ও নিরাপদে ফাইল রাখা যায়। ক্লাউডে ফাইল সংরক্ষণ করে বলে গুগল ড্রাইভের বেশ কিছু সুবিধা আছে।

এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো—
* কম্পিউটার বা মোবাইল ফোন নষ্ট হলে বা হারিয়ে গেলেও ফাইল নষ্ট কিংবা হারাবে না।
* ছবি, ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ, অডিও, ভিডিওসহ ছোট-বড় সব ধরনের ফাইল সংরক্ষণ করা যায়।
* মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেটসহ যেকোনো যন্ত্র থেকে ব্যবহার করা যায়।

আর এ কাজগুলো করতে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। কিন্তু ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, ড্রাইভের গুরুত্বপূর্ণ একটি আপডেট ঘোষণা দিয়েছে গুগল। এই আপডেটে অফলাইনেও ড্রাইভ ব্যবহারের সুযোগ থাকছে। ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও ড্রাইভের সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা।

এজন্য অফলাইনে ড্রাইভ অ্যাকসেস করার শুরুতে কম্পিউটারে ইনস্টল করতে হবে গুগল ড্রাইভ অ্যাপটি। এরপরই পাওয়া যাবে অফলাইন অ্যাকসেস অপশন। তারপর সাপোর্টেড ফাইল অপশনে ক্লিক করার পর পেয়ে যাবেন অ্যাভেলেবল অফলাইন অপশন। সেটিকে বেছে নেওয়ার পরই অফলাইনে অ্যাকসেস করতে পারবেন গুগল ড্রাইভ।

২০১৯ সাল থেকেই নতুন এই প্রযুক্তির মহড়া চালিয়েছে গুগল। বহু গ্রাহকই অংশ নিয়েছিলেন এই মহড়ায়। তাতে সাফল্য আসার পরই এবার সর্বসাধারণের জন্য নিয়ে আসা হলো এ প্রযুক্তি।