চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় মাহেন্দ্র আরোহী এক মাছচাষী নিহত
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহদিপুরে ইটভর্তি ট্রলির ধাক্কায় মাহেন্দ্র আরোহী এক মাছচাষীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ – সোনামসজিদ মহাসড়কের মহদিপুর পেট্রোল পাম্পের সামনে এ দুঘটনা ঘটে। নিহত মাছচাষী শিবগঞ্জ উপজেলার সাইদুলের ছেলে মো হানিফ।
প্রত্যক্ষদর্শী দের উদৃত্তি দিয়ে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মঙ্গলবার বেলা পৌনে এক টার দিকে মাহেন্দ্র যোগে হানিফ ও তার চাচা মাছ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে শিবগঞ্জ আসার সময় মোহদিপুর পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিকে থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী ইট ভতি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ – সোনামসজিদ মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মহাসড়কটি চালু করে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রলিটি এখনও আটক করা যায়নি।