দেশজুড়ে

ধামরাইয়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রনজিত কুমার পাল( বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের জয়পুরা পাল সিএনজির পশ্চিম পাশে ঢাকা -আরিচা মহাসড়কে বড় ব্রীজের ঢালে আতিয়ার মোল্লা (৩৬) নামের এক ব্যাক্তি ফরিদপুর গ্রামের বাড়ী থেকে সাভার যাওয়ার পথে সেলফি পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর -২০২১) সকাল সাড়ে দশটার দিকে ধামরাই উপজেলার জয়পুরা পাল সিএনজি ষ্টেশনের পশ্চিম পাশে ঢাকা – আরিচা মহাসড়কে এ’দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার মোল্লা ফরিদপুরের কৃষ্ণ নগর এলাকার আব্দুল কাসেমের ছেলে। আতিয়ার মোল্লা সাভার অন্ধ মার্কেটের একটি টেইলার্সের দোকাকে কাটিং মাষ্টার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল যোগে আতিয়ার মোল্লা ফরিদপুর থেকে সাভারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।তার মোটরসাইকেলটি ধামরাই উপজেলার জয়পুরা পাল সিএনজি ষ্টেশনের পশ্চিম পাশে পৌঁছলে সেলফি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই আতিয়ার মোল্লা প্রাণ হারান।

সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান দুর্ঘটনার পরই ঘাতক বাস সহ চালক পালিয়ে গেছেন।তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button