দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবন উদ্বোধন
মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়নের শর্শী কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করা হয়। মঙ্গলবার দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ নূরুল হুদা খান।
এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ নূরুল হুদা খান বলেন, ‘কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের একটি যুগান্তকারী ও সফল প্রকল্প। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা পেয়ে আসছে। এ কারণে দেশে স্বাস্থ্যঝুঁকি কমে গেছে বহু গুণ, বেড়েছে গড় আয়ু।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা, এমওডিসি ডা. হাসিবুল হাসান সনেট, আরএমও ডা. তারেকুজ্জামান সোহাগ প্রমুখ।